নড়াইলে ৭দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ২১:১৬

স্টাফ রিপোর্টার,নড়াইল
ছবি : যায়যায়দিন

"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" - এই শ্লোগান কে সামনে রেখে নড়াইলে বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন নড়াইলের জেলা প্রশাসক  শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। 

উল্লেখ্য, জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এদিকে শীতের সময়ে এ আয়োজনকে লোক দেখানো বা প্রকল্প বাস্তবায়ন করা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য প্রকাশ করেন জেলার বৃক্ষ প্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাছাড়াও সোস্যাল যোগাযোগ মাধ্যমেও শীতের সময়ে এ জাতীয় আয়োজন নিয়ে নানা রকমের কথা উঠেছে।

যাযাদি/ এম