ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে ৩৬ বস্তা 'বিস্ফোরক' জাতীয় দ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. হাসান (২৯) ও সুমন মিয়া।
মঙ্গলবার(২৬ নভেম্বর) সকালে উপজেলার কলাতিয়া এলাকার ইকবাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে ও পুলিশ সদস্যরা জানান, সুপারি ব্যবসার কথা বলে নদীর তীরবর্তী এই বাড়িটি বেশ কিছুদিন আগে ভাড়া নেয় কয়েকজন যুবক। নির্জন এলাকায় হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত তেমন ছিল না। সে কৌশলে তারা বিস্ফোরক দ্রব্য কারবারি করতো।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রয় করে আসছিল। এ ধরনের বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি মানুষের জীবনহানিও হতে পারে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যাযাদি/এসএস