চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জনের ডাক
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আগামীকাল (বুধবার) আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় সংগঠনটি এ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এ ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন,আমাদের একজন সহকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল (বুধবার) সারাদিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। সর্বস্তরের আইনজীবীদের এ প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।
নাজিম উদ্দিন বলেন, শিক্ষানবীশ আইনজীবী সাইফুল পায়ে হেঁটে আদালত ভবনের মূল প্রবেশপথ দিয়ে বের হয়ে সড়কের অপরপাশে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের লোকজন তাকে টেনেহিঁচড়ে রঙ্গম সিনেমা হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
নিহত আইনজীবীর জানাজা বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
যাযাদি/এসএস