মোল্লাহাটে মানসম্মত শিক্ষা এবং ৩'টি বিদ্যালয়কে মডেল রূপান্তর কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা উপকরণ, বিজ্ঞান বক্স, গনিত অলিম্পিয়াডের সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যে ৩'টি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তা হলো, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, সাইদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আকতার।

উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী,  সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ ও উপজেলা বিএনপির সদস্য মোঃ হারুন আল রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রাথমিক, প্রধান শিক্ষক উম্মে হামিমা, সকল দপ্তর প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক প্রমুখ।

যাযাদি/ এম