নাটোরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৩
হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে সমাবেশ করেছে হিন্দু জাগরণ মঞ্চ নাটোর জেলা শাখা। মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ করেন তারা। অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দেয়ার দাবী জানান জাগরণ মঞ্চের কর্মীরা।
হিন্দু জাগরণ মঞ্চের নেতা দেবাশীষ কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ভাস্কর বাগচী চন্দন নাগসহ অন্যান্যরা। এর আগে নাটোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চিন্ময় প্রভুকে মুক্ত না দিলে বৃহত্তরো বিক্ষোভ সমাবেশের ডাক দেবেন বলে হুসিয়ারী জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, একটি অহিংস আন্দোলনের নেতাকে কোনোরকম দোষ ছাড়াই গ্রেপ্তার এবং হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সনাতন ধর্মাবলম্বীদের আট দফা দাবি মেনে নিতে হবে। এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশ- সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শেষ হয়। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত চিন্ময় প্রভুকে চট্টগ্রাম আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
যাযাদি/ এম