মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ১৯:১৮
ছবি : যায়যায়দিন

খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবু জাফর সিদ্দিকী রাজু, জিএম আব্দুস সালাম কেরু, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, খোরশেদুজ্জামান, রবীন্দ্রনাথ অধিকারী ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

সভায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রলি রাখা বন্ধ, জরায়ু, ব্রেস্ট ক্যান্সার, ডেঙ্গু প্রতিরোধ, কপোতাক্ষের খননকৃত মাটি চুরি বন্ধ করা, সরকারি জমি ও জলমহাল দখল বন্ধ, পৌরসভার সরকারি খালের বন্দোবস্ত বাতিল করা, বাইক সহ সব ধরনের চুরি বন্ধ করা, অতিথি পাখি শিকার বন্ধ করা, মাদকের ব্যবহার বন্ধ করা, পিকনিক ও মেলা করতে অনুমোদন নেওয়া এবং পুলিশী তৎপরতা বৃদ্ধি করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে