কেরানীগঞ্জে গ্যাস লাইট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪২
ঢাকার কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আমবাগিচা আগানগর এলাকার এসএম গ্যাসপ্রো নামের গ্যাস লাইটার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ভরে লাইটার তৈরি করা হতো। কর্মচারীরা কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন দ্রুত কারখানার ভেতরে থাকা কয়েক হাজার গ্যাস লাইটারের মাধ্যমে কারখানার ভেতর ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিন ও লাইটারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিন্তু জনমনে প্রশ্ন আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে গ্যাস লাইটার তৈরি মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রশাসন মাধ্যমে এ কারাখানাটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেয়ার দাবি করেন স্থানীয়রা। এ প্রসঙ্গে কারখানাটির ম্যানেজার হিমেল হোসেন জানান, কারখানাটিতে তিনটি মেশিন ও বিপুল পরিমাণ তৈরি করা গ্যাসলাইটার, মালামালসহ সবকিছু পুড়ে গেছে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
যাযাদি/এসএস