ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে ফেনীতে সনাতনী জোটের বিক্ষোভ
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪৩
ফেনীতে সনাতনী জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুস্টিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ফেনী শহরের জেলরোড থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রদক্ষিণ করে মাস্টার পাড়ার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, ফেনী জেলার ব্যানারে এই মিছিলটি করা হয়।
এসময় ইসকন নেতা চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ফেনী শহর। মিছিলে আসা সনাতনীরা জানায়, ইসকন জঙ্গি সংগঠন নয়, কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধেও নয়। তাহলে কেন আমাদের সনাতনী নেতাকে ভিন্ন ট্যাগ লাগিয়ে গ্রেপ্তার করা হলো। নিঃশর্তে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এসময় তারা আরো বলেন, দেশের ৩ কোটি সনাতনী তাদের অধিকারের জন্য আজ রাস্তায় নেমেছে। দেশের সব অধিকারের প্রাপ্য তারা। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে আন্দোলন হয়েছে বলে জানান তারা। তুমি কে আমি কে, 'সনাতনী-সনাতনী', 'জেলের তালা ভাঙবো, চিন্ময় দাসকে আনবো', সহ নানান স্লোগানে বেশ উত্তেজনা ছিল শহরজুড়ে।
প্রায় হাজারখানেক সনাতনী নারী পুরুষের অংশগ্রহণ আর প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয়।
যাযাদি/এসএস