প্রতিবন্ধিতা বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩২
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে প্রতিবন্ধিতা বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের ধরন, সরকারি সুযোগ-সুবিধা ও সরকারী ভাতা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেলান্দহ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী আব্দুল্লাহ মামুন, মোঃ হাসান আলী, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ আরো অনেকে।
যাযাদি/এসএস