ইসলামপুরে নতুন ফসল বিন্যাস উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৫:৪১

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামালপুরের ইসলামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রাইভেট কোম্পানি এবং উৎপাদক দলের সদস্যবৃন্দের সহিত ইসলামপুর ও মেলান্দহ উপজেলার জন্য নতুন ফসল বিন্যাস তৈরীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী ইসলামপুর উপজেলা কৃষি অফিস হল রুমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দের সভাপতিত্বে।

বক্তব্য রাখেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খ ম মোর্শেদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাফিজুর রহমান, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। এসময় উপস্থিত ছিলেন উভয় উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, কোম্পানির প্রতিনিধি এবং উৎপাদক দলের সদস্যবৃন্দ। 

যাযাদি/ এসএম