মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মণিরামপুরে ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে আলোচনা সভা 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
ছবি: যায়যায়দিন

যশোরের মণিরামপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা। সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মুছা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মাওঃ মহিউল ইসলাম, বীর মক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ মহিব, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ ও তাসমিন হাসান বর্ষা প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পলাশ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, বিএনপির সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, চেয়ারম্যান নিস্তার ফারুক, শেখর চন্দ্র রায়, আক্তার ফারুক মিন্টু, আব্দুল হামিদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল বারী, বিএনপি নেতা ফারুক হোসেন'সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধীমহল ও ছাত্র-জনতা।

আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম অধ্যক্ষ মফিজুর রহমান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে