পাগলীর কোলে ফুটফুটে কন্যা সন্তান
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৪
পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী জান্নাতুল ফেরদৌস মা হয়েছেন। নোংরা, স্যাঁতস্যাঁতে পরিবেশ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ প্রথমলেনের একটি নির্মাণাধীন দোকানে পাগলীটি সন্তান প্রসব করেন। পাগলী সন্তান প্রসব করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে কন্যা শিশুর বাবা কে তা নিয়ে শহর জুড়ে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নামের এই পাগলিটিকে গত দুইমাস আগে গর্ভবতী অবস্থায় লাইজু বেগম নামে এক নারী আশ্রয় দেন। তখন থেকেই এই পাগলীর থাকা-খাওয়া নিশ্চিত করা সহ তার খোঁজ খবর নিতেন তিনি। সাম্প্রতিক সময়ে লাইজু বেগম সকলকে জানান, এই পাগলী যদি কন্যা সন্তান প্রসব করে, তাহলে তিনি এই বাচ্চার দায়িত্ব নিবেন।
সোমবার পাগলীটি সন্তান প্রসবের পর স্থানীয়রা সকলে লাইজু বেগমকে নবজাতক সন্তানের দায়িত্ব দেন। পরে লাইজু বেগম বাচ্চা এবং ওই পাগলীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। লাইজু বেগম লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী সিরাজ খানের (হোটেল সিরাজ) মেয়ে।
লাইজু বেগম বলেন,`আমি গত দুই মাস পর্যন্ত জান্নাতুল ফেরদৌসের তদারকি করছি। আজ জান্নাতুল একটি কন্যা সন্তান প্রসব করেছে। আমি এই সন্তানটিকে আমার মেয়ের পরিচয়ে বড় করতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন।'
স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম বলেন,`আমার ছেলে রাজু আজ স্কুল থেকে আসার পথে দেখে জান্নাতুল (পাগলী) বালুর মধ্যে সন্তান প্রসব করে রাখছে। এসে যখন আমাকে জানায় তখন আমি লাইজু আপাকে ডাকতে পাঠাই। লাইজু আপা এসে বাচ্চাকে বালুর মধ্যে থেকে তুলে এনে পরিস্কার করেন এবং ডাক্তারের কাছে নিয়া যায়। এরপর জানাজানি হলে সবাই এখানে ছুটে আসে।'
এবিষয়ে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন,`আমরা বিষয়টি অবগত হয়েছি। সেখানে আমাদের প্রফেশন অফিসার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গিয়েছেন। তারা বিস্তারিত জানালে আমরা ডিসি স্যারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।'
যাযাদি/ এসএম