বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে অবৈধ উপায়ে সরকারি জায়গা দখল করে নির্মিত ৮৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি ও কাফিলাতলি,ইজ্জতপুর এলাকায়  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন। 

তিনি বলেন, গত আগস্ট পর্যন্ত চলমান ছাত্র আন্দোলন ও দেশের অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কিছু বনখেকু ও অসাধু চক্র বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। তাদেরকে সরকারি জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হলেও সেগুলো সরানো হয়নি। সবশেষ মাইকিং করেও অনুরোধ করা হয়। পরে না সরানো হওয়ায় উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। সরকারি সম্পদ রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি। 

অভিযান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা সহকারী ভূমি আতাহার আলী, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম