গাজীপুরে ১০ কোটি টাকার বনের জমি উদ্ধার, ১০০টি স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১৫:৫৭

গাজীপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

গাজীপুরে বনবিভাগের এক উচ্ছেদ অভিযানে সোমবার প্রায় তিন একর বনের জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বনের জমিতে পরিচালিত ওই অভিযানে ১০০টিরও উপরে ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। 

গাজীপুর জেলা প্রশাসন ও যৌথবাহিনীর সহায়তায় বনবিভাগের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, বন্যপ্রাণী বিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ  শেখ মোজাম্মেল হোসেন, গাজীপুর সদর উপজেলার ইউএনও মোঃ মামুনুর রশীদ অভিযান পরিচালনা করেন।

সহকারী বনসংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন জানান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যারের নির্দেশনায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ভবানীপুর এলাকায় প্রায় তিন একর পরিমাণ বনের জমি উদ্ধার করা হয়েছে। এসময় একশ'র বেশি ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

যাযাদি/ এস