ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৬

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ২১:২৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি’
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায়  অন্তত ১৬ জন আহত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ছিলো সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। এ উপলক্ষে সকাল থেকে শ্রীনিবাসদী মাঠ এলাকায় সাজসাজ রব বিরজ করছিল। 

বিকাল ৩টার দিকে ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরপুর হয়ে যায়। নির্ধারত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে বল পাঠিয়ে এক গোলে এগিয়ে যায়। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন মাঠের প্রবেশ করে রেফারীর পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খেলার কল্যান্দী গ্রামের  এক স্বেচ্ছাসেবক সালমদীর সমর্থকদেরকে মাঠের বাইরে যেতে বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। 

এ ঘটনায় মুহুর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সামলদীর সমর্থকেরা মাঠের ভিতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক আকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এরিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন(৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভ‚ইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেন (৩০)সহ অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যপারে কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দেয়নি।

যাযাদি/ এম