হিলি আরনু জুটমিল চালু, ফিরেছে শ্রমিকদের কর্ম চাঞ্চল্যতা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ২০:২৫

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দীর্ঘ ২৭ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি আরনু জুটমিল চালু হয়েছে। ফিরেছে শ্রমিকদের মাঝে কর্ম চাঞ্চল্যতা। মালিকানা দ্বন্দ্বে মিলটি বন্ধ হয়ে যায়। মালিকানা দ্বন্দ্ব মিটিয়ে পূনরায় জুটমিলটি চালু করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি আরনু জুটমিলের এম ডি শেখ সাফি হাজী।

তিনি বলেন, আমরা তিন ভাই-বোন এই মিলের অংশীদার। বিগত দিনে মিলের ম্যানেজার মিজানুর রহমান স্বরযন্ত্র করে আমার ভাই-বোন কে ভুল বুঝিয়েছিলো। যার কারণে মিলটি বন্ধ করে দেওয়া হয়। পরে আমরা ভাই-বোন বসে নিজেদের মধ্যে সমাধান করি এবং মিজানকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, গতকাল রোববার থেকে মিলটি আবারও চালু করা হয়েছে। আশা করছি আগামীতে মিলের কার্যক্রম আরও বাড়ানো হবে।

যাযাদি/এসএস