চাঁদপুর প্রথম আলোর ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ : প্রতিনিধিকে হুমকি

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ২০:২৮

চাঁদপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকায় রোববার প্রথম আলো অফিসের সামনে বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে বিক্ষোভ করেছে কতিপয় শিক্ষার্থী।

সোমবার দুপুরের পর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রাকিব ও তামিম নামের দুই শিক্ষার্থী এর নেতৃত্ব দেন।

এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের দেশ-বিরোধী কর্মকাণ্ড এবং জনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাঠে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা "খুনি হাসিনার হাতিয়ার প্রথম আলো ডেইলি স্টার"এ ধরনের নানা উস্কানীমুলক স্লোগান তুলেন। পরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে তাদের কর্মসূচী শেষ করেন।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর প্রতিনিধি আলম পলাশকে রোববার রাতের পর একাধিক ফেসবুক আইডি থেকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন ।

সোমবার সকাল সাড়ে ১১টায় ০১৮৬৬৩৪৪৭৩০ মোবাইল থেকে ইমরান নাম পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রতিনিধি আলম পলাশকে বলেন, আপনি কি প্রথম আলোর সাংবাদিক? এখনো আপনি ফোন খোলা রেখেছেন? আপনার অবস্থান কোথায়? বাসা কোথায়?ইত্যাদি জানতে চান।

এ ঘটনায় প্রতিনিধি আলম পলাশ নিরাপত্তাহীনতা বোধ করায় বিকেলে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করেন। পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, এনএসআই, চাঁদপুর মডেল থানা ও চাঁদপুর প্রেসক্লাবসহ প্রথম আলো ও ডেইলি স্টারকে অবগত করেন।

পরে চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, আপনি চিন্তা করবেন না। আমরা বিষয়টি দেখছি।

যাযাদি/এসএস