তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সার ও বীজ বিতরণ
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
তেঁতুলিয়া উপজেলায়, কৃষি অফিসের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকেদের মাঝে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।
২৫ নভেম্বর/২৪ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতা ২০২৪ -২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ১৫ টি দলে বিভক্ত করে প্রতি দলে ৫ জন করে মোট ১৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি করে সরিষার বীজ ১০ কেজি ডেপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করে কৃষি সার ও বীজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এই সার ও বীজ পর্যায় ক্রমে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে ।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন, উপ সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষন অফিসার মোতালেব হোসেন সহ উপকারভোগী কৃষক, কৃষি উদ্যোক্তা।
যাযাদি/এসএস