সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কটিয়াদীতে লাইসেন্স বিহীন গাড়ি চালকদের জরিমানা

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৯
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইসেন্স বিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় গাড়ি চালকদের ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম, কটিয়াদী মডেল থানার এস আই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা তাদের বিরুদ্ধে অভিযান । আইন মেনেই রাস্তায় গাড়ি চালাতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে