সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দাগনভূঞায় জুলাই- আগষ্টে গণ-অভ্যুত্থানের আহত ও শহীদদের স্বরণে স্মরণ সভা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৮
ছবি : যায়যায়দিন

২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২৫ নভেম্বর দুপুরে অফিসার্স ক্লাবে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ মহিউদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, এলজিআরডি কর্মকর্তা মাসুম বিল্লাহ, পল্লী বিদ্যুৎ দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

আরো বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের বিবিএসের ছাত্র তানভীর বিন হোসাইন, ফেনী সরকারি কলেজের অনার্সের ছাত্র সাজ্জাদ হোসেন ফাহিম, আহত ছাত্রদের মধ্যে স্মৃতি চারন করেন ঢাকা উত্তরা টাউন কলেজে অনার্সের ছাত্র আব্দুল্লাহ আল মামুন আরমান, চাকুরিজীবি আব্দুল্লা আল মামুন, লক্ষিপুর ইসলামিয়া মাদরাসার ছাত্র এস এম মুজাহিদ, মোঃ মিনাজ, মোঃ আজিম, শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, শহীদ আবু বক্করের স্ত্রী মারজাহান আক্তার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ মহিউদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, এলজিআরডি কর্মকর্তা মাসুম বিল্লাহ, পল্লী বিদ্যুৎ দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে শহীদদের স্বরণে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ইমাম সমিতির সভাপতি ইমাম উদ্দীন মাসুম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে