পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প কতৃক সোমবার ১১৫ জন উপকারভোগীদের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১১৫ জন উপকারভোগীদের মাঝে সর্বমোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রদান করা হয়েছে। প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ২৬ জনকে মাচায় ছাগল পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ৪ জনকে সমন্বিত সবজি চাষ, ৪ জনকে বস্তায় আদা চাষ, ২ জনকে ধান ও গম চাষ, ২ জনকে সরিষা চাষ ও ২ জনকে কেঁচো সার উৎপাদনে মোট ৬০ জনকে ৩ হাজার ৫শ টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৫ জনকে টেইলরিং, ১৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৪ জনকে হস্তশিল্প কাজে মোট ২৫ জনকে ৪ হাজার টাকা করে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ক্ষুদ্র কৃষকদের সারা বছর ব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য ১২ জনকে সমন্বিত সবজি চাষ ও ৮ জনকে বস্তায় আদা চাষে মোট ২০ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
প্রতিবন্ধীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৮ জনকে মাচায় ছাগল পালন, ১ জনকে রাজহাঁস পালন ও ১ জনকে বস্তায় আদা চাষ মোট ১০ জনকে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
যাযাদি/এসএস