ফেনীতে ১২৩ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যাবসায়ীকে জরিমানা 

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৯:২৫

ফেনী  প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফেনীতে ১২৩ কজি পলিথিন জব্দ ও তিন ব্যাবসায়ীর ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার  দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর হোসাইন  ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।  

সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর হোসাইন  পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকতের  নেতৃত্বে একটি টিম ফেনী শহরের বড় বাজার মুরি পট্টি ও খাজা আহমদ সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় সরকারি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ১২৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অভিযানে ফরিদ রেকসিন এর মালিক ফরিদ উদ্দিনের দোকান থেকে ১৯ কেজি পলিথিন জব্দ ৭ হাজার টাকা জরিমানা।  

নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি পলিথিন জব্দ ১৫ হাজার টাকা জরিমানা। রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৫ কেজি পলিথিন জব্দ ও  ২০ হাজার  টাকা  জরিমানা করা হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের  ল্যাব এটেনডেন্ট সাইফুল করিম রমিও নমূনা সংগ্রহ কারী জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশ এতে  সহযোগিতা করেন।  

এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা, বিক্রেতা সবাইকে সচেতন করতে লিপলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

যাযাদি/ এম