মানুষের বাঁচার জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন: ডাঃ আউয়াল

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৯:২২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মানুষের বাঁচার জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল।

সোমবার  (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মেহেদী হাসানের সার্বিক সহযোগীতা এবং উপজেলা ছাত্রদলের আয়োজনে ঈশ্বরদী সাড়ামাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ এবং ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে অংশগ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের নিয়ে নোংড়া রাজনীতি করেছে বাংলাদেশ ছাত্রদল সে ধরনের রাজনীতি করে না। সে জন্যই আওয়ামীলীগের কেন্দ্রীয় কার‌্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে । আওয়ামীলীগ এখন পঁচে গেছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, যারা শিক্ষার্থীদের জোর করে রাজনীতি করতে বাধ্য করে তারা ক্যাস্পানে শিক্ষা বান্ধব পরিবেশ চাইনা। তারা চাই ক্যাম্পাসে নৈরাজ্য প্রতিষ্ঠা করতে। ছাত্রলীগ অতীতে তাই করে গেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ধারাবাহিকতা থেকে বেড়িয়ে আসতে চাই। তারা শিক্ষাঙ্গনকে মাদক মুক্ত এবং পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি- আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক- কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক- সাদ্দাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহেল রানা সাকিব, পৌরঃ নাজমুল হাসান রিসাদ, সাহিল রাইয়াত মোহন, শুভ হোসেন, কলেজঃ মাহমুদুল ইসলাম শাওন, হেদায়েতুল্লাহ সাইদ, সাজেদুর রহমান সেজান, মাসুম হাসান, মেহেদী হাসান শাওন প্রমূখ।

যাযাদি/ এম