ঠাকুরগাঁওয়ে এক মঞ্চে ৩ শিক্ষক ও ৪ কর্মচারীর বিদায় সংবর্ধনা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঠাকুরগাঁও সদরের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের বিগত ১০ বছরে চাকরি থেকে অবসর নেওয়া ৩ শিক্ষক ও ৪ কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে এ বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার ও জয়ন্ত কুমার সেনের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকরী সদস্য ও রুহিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহকারী শিক্ষক পারভীন আক্তার, আনোয়ারুল ইসলাম নূরী, জিতেন্দ্র নাথ গোস্বামী, সারোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তাসমিয়া আক্তার, সায়মা বিনতে সাজ্জাত, আরিফুল ইসলাম, জুলকার নাঈম, আল ফাহিম।

এ সময় বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয় থেকে অবসর নেওয়া নৈশ্য প্রহরী খাদেমূল ইসলাম, অফিস সহায়ক আবুল কাশেম, হায়দার আলী, ভূপাল চন্দ্র বর্মন, খন্ড কালীন শিক্ষক মুক্তারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল জববার, সহকারি প্রধান শিক্ষক সয়ফুর রহমানকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস