নেত্রকোণার বারহাট্টায় নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের দেশে পর্যাপ্ত আইন ও আইনে কঠোর শাস্তির বিধান থাকা সত্তেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, এর সঠিক প্রয়োগ আর সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে ঘরে বাইরে ক্রমবর্ধমান নারী নির্যাতনের রাশও টেনে ধরা যাচ্ছে না। নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর মানবাধিকার লঙ্গন।
এর পক্ষে কোন অজুহাতই গ্রহণযোগ্য হতে পারে না। এটি বন্ধ করতে অতি অবশ্যই আমাদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তবে নারীর প্রতি সহিংসতা বন্ধের দায় কেবল রাষ্ট্র ও সরকারের নয়। এ দায় সমাজের সবার। তাই নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সমাজ রাষ্ট্র ও সরকার সকলকে একযোগে এগিয়ে আসার আহŸানের মধ্য দিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ, র্যালী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান। উপজেলা পরিষদ চত্তর হতে র্যালীর মাধ্যমে এই প্রচারাভিযানের উদ্ভোধন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। এ সময় বিএনপিএস এর কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও ইয়ুথ গ্রæপ সদস্যগণ ছাড়াও উপজেলা স্টিয়িারিং কমিটির পক্ষে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা রানী পাল, আনসার ভিডিপি বারহাট্টা কার্যালয়ের উপজেলা ট্রেইনার মোঃ তাজ উদ্দিন, মহিলা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীলুফা সুলতানা, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সারাধন সম্পাদক রুমানা জাহান এ্যানিসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।