মৌলভীবাজারে গ্রাম পুলিশ'র মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৪০
মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়া প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম।
সোমবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট মোঃ ইসরাইল হোসেন।
মৌলভীবাজার সদর এসিল্যান্ড সানজিদা আক্তার এর সঞ্চালনায় ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার'র উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসিরন চৌধুরী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ হোসেন। মাসব্যাপী প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নেন।
যাযাদি/ এম