বেলাবোতে বিভিন্ন বিষয়ে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৫১

বেলাবো(নরসিংদী)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নরসিংদী বেলাবোতে শিক্ষায় বঞ্চনা বাল্যবিবাহ,শিশুশ্রম,প্রতিবন্ধিতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর ভাব বাংলাদেশ আয়োজনে,গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মালালা ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার (২৫ নভেম্বর)দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক,আইটি এ্যান্ড প্রোগ্রামার আবদুল্লাহ আল মামুন,প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদ বিশ্বাস,গণস্বাক্ষরতা অভিযান বিষয়ক সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা।উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতিরঞ্জন সূত্রধর, ধুকুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনিরবাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক,জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা।

যাযাদি/এসএস