সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে মাদকসেবীদের হামলায় যুবক আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৫:০৩
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবীদের উৎপাতের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইব্রাহিম (৩৫) নামে এক যুবক মাদক সেবীদের হামলায় আহত হয়েছে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যুবক ইব্রাহিম উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হাছেন আলীর পুত্র এবং সে একজন সাধারণ শ্রমিক। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুর ২ টায়।

আহত ইব্রাহিম জানান, তিনি কলাগাছিয়া গোরস্থান সংলগ্নে একটি নতুন বাড়ি করে সেখানে একটি ঘড় নির্মাণ করেছেন। কিন্তু সেই ঘরে তিনি এখনো পরিবার-পরিজন নিয়ে উঠেন নি। আশপাশের এলাকার মাদক সেবীরা রাত দিন সেখানে বসে মাদক সেবন করে।

তিনি জানান, জায়গাটি নির্জন হওয়ায় এখানে প্রায় সময়ই অটোরিকশা চুরির ঘটনাও ঘটে। রোববার দুপুর ২ টায় পার্শ্ববর্তী নাগরাপাড়া গ্রামের চারজন মাদক সেবী সেখানে বসে গাঁজা সেবন করলে তিনি তাতে বাধা দেন। ফলে গাঁজা সেবিরা তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে মাদক সেবীরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন জনতা। তাকে শত জিজ্ঞাসাবাদেও সে তার নাম বলেনি। পরে তার গ্রামের নবী হোসেন নামে এক লোক বিচারের আশ্বাস দিয়ে আটক মাদক সেবীকে ছাড়িয়ে নেয়।

আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইব্রাহিমের পিতা হাছেন আলী জানান, আশ্বাস অনুযায়ী বিচার না পেলে আমি থানায় অভিযোগ করতে বাধ্য হব।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে