সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরে সচেতনমূলক কর্মসূচি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৪৫
ছবি : যায়যায়দিন

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে আয়োজনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের মাঝে শব্দ দূষণ রোধে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডা. এম এম আমজাদ হোসেন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. হোসেন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সপাল ডা. এমদাদুল হক।

এসময় বক্তারা শব্দ দূষন ও তার প্রতিকারে করনিয় সম্পর্কে সাধানর ছাত্রছাত্রীদের সচেতন করেন। শব্দ কিভাবে দূষনে পরিনত হয় আর আমরা কিভাবে পরিবেশ দূষন করে আসছি তারই বর্ননা তুলে ধরেন বক্তারা।

এরআগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজর ছাত্রছাত্রীদের মধ্যে ' একমাত্র শব্দ সচেতনতা পারে প্লাস্টিক দূষন রোধ করতে' এর পক্ষে ও বিপক্ষে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে