শ্যামনগরে সুন্দরবন ডাকাত মুক্তকরণে মানববন্ধন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৪২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৫ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখ চত্বরে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মৎস্যজীবীগণের আয়োজনে সুন্দরবন ডাকাতমুক্ত করণ সহ অন্যান্য দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন সুন্দরবন নির্ভর অসহায় মৎস্যজীবিদের জীবিকা রক্ষার একমাত্র আয়ের পথ বনদস্যু কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে এই মানববন্ধন। প্রশাসনের দৃষ্টি কামনা করে তারা আরও বলেন সুন্দরবন ডাকাত মুক্ত করতে হবে, সুন্দরবনের পর্যটকদের ভ্রমণের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে, মৎস্যজীবিদের মৎস্য আহরণের পরিবেশ সৃষ্টি করা সহ অন্যান্য দাবী জানান। 

মৎস্যজীবি সমিতির জেলা প্রতিনিধি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসাবে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের  জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজাননগর ইউপি বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান, জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

যাযাদি/  এসএম