বদলগাছীতে সবজি চাষ করে কৃষকের মুখে হাসি

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৭

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে আগাম শিম ও সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছে বদলগাছী উপজেলার চাষিরা।

জানা যায় শীতের শুরুতে নতুন সবজির বাজারে দাম ভাল পাওয়ায় খুশিতে দিন পার করছে তারা। 

গত শনিবার বদলগাছী ও রবিবার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পাতা সহ পিয়াজ ৮০ থেকে ৯০ টাকা, রসুন ১শ খেকে ১৩০টাকা, শিম ১৩০থেকে ১৪০শ টাকা,মুলা ৪৫ থেকে ৫০টাকা, করলা ৬০থেকে ৬৫টাকা,ফুল কপি ১পিচ ৪৫ থেকে ৫৫টাকা, লাল শাক ৩৫ থেকে ৪০টাকা, ঠেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৪৫ থেকে ৫৫টাকা, বেগুন ৫৫ থেকে ৬০ টাকা, বাজার দর দেখা গেছে। 

কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন আমি ১২কাটা জমিতে ২২শ ফুল কপির চারা রোপন করেছি আশা করছি আগামী ১৫দিনের মধ্যে প্রতি পিচ কপি বাজারে ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রয়  করব। কদমগাছী গ্রামের কৃষক আফজাল বলেন,১৫কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলছি পেরেছি প্রতিমণ ১৪শ থেকে ১৮হাজার টাকা দরে বিক্রয় করেছি। 

কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, আমি ৮ কাঠা জমিতে শিম চাষ করেছি আশা করছি ১সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো।তাছাড়া বাজারে সবজির দাম ভালো থাকায় উপজেলা কৃষকরা খুশি। 

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন বদলগাছীতে এবার প্রায় ৪৬ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। ফলনও ভাল হয়েছে এতে উপজেলার কৃষরা অনেক ল্যাভব্যন হচ্ছে এই সবজি থেকে।

যাযাদি/এআর