আজ ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয়ে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আহসান উল্ল্যাহ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন,বীরমুক্তিযোদ্ধা ইঞ্জি: আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ বরকন্দাজ, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।
যাযাদি/এআর