মুক্তাগাছায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
ময়মনসিংহের মুক্তাগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে মুক্তাগাছা মহাবিদ্যালয় প্রাঙ্গনে পৌর সভার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
এসময় অন্যান্যে মধ্যে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান, মুক্তাগাছা উপজেলা সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া ফেরদৌস, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা প্রমুখ সঙ্গে ছিলেন। এ দিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের স্মার্ট পরিচয়পত্র নেন।
নির্বাচন অফিস জানিয়েছে, ২৫ নভেম্বর হতে ২৮ নভেম্বর পর্যন্ত মুক্তাগাছা মহাবিদ্যালয়ে, ২৯ নভেম্বর হতে ৪ ডিস্মেরব পর্যন্ত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে পৌরসভার নাগরিকদের মাঝে স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হবে। এদিকে ঘোগা ইউনিয়ন ৬ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত, দাওগাঁও ইউনিয়ন ১২ ডিসেম্বর হতে ২০ ডিসেম্বর, বাঁশাটী ইউনিয়ন ২১ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর পর্যন্ত, কাশিমপুর ইউনিয়ন ৩০ ডিসেম্বর হতে ৬ জানুয়ারী ২০২৫, দুল্লা ইউনিয়ন ৭ জানুয়ারী হতে ১৩ জানুয়ারী, বড়গ্রাম ইউনিয়ন ১৪ জানুয়ারী হতে ২০ জানুয়ারী পর্যন্ত, মানকোন ইউনিয়ন ২১ জানুয়ারী হতে ২৯ জানুয়ারী পর্যন্ত, তারাটী ইউনিয়ন ৩০ জানুয়ারী হতে ৬ ফেব্রæয়ারী পর্যন্ত, খেরুয়াজানী ইউনিয়ন ৭ ফেব্রæয়ারী হতে ১৩ ফেব্রæয়ারী, কুমারগাতা ইউনিয়ন ১৪ ফেব্রæয়ারী হতে ২৩ ফেব্রয়ারী পর্যন্ত বিতরণ করা হবে। এছাড়া পরবর্তীতে রিজার্ভ ডি হিসেবে পৌরসভা ও ১০টি ইউনিয়নের কার্ড পৃথক পৃথক দিনে বিতরণ করা হবে।
যাযাদি/এআর