ফেনীর কৃতি সন্তান পিপি হওয়ায় গ্রামবাসীর গণসংবর্ধনা
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১৩:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:২৩
ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতিসন্তান এ্যাডভোকেট মফিজুল হক ভূঞা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি নির্বাচিত হওয়ায় নিজ গ্রামে গণসংবর্ধনা দেওয়া হয়।
গত রোববার বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর হাজী ঈদগাঁ মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়। কালীদহ ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবন্দ এই গণসংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লা মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল, আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন মামুন সহ নেতৃবন্দ উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সামনে নির্বাচন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের মনজয় করতে হবে। সংবর্ধিত অতিথিকে উদ্দেশ্যে করে নেতৃবন্দ বলেন আদালতে আসামীরা যাতে কুট কৌশলে বের হয়ে যেতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি সাধারন মানুষের পক্ষে কথা বলব। সবাইকে গণতন্ত্র সমুন্নত রাখতে এগিয়ে আসতে হবে।
সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। সুন্দর সমাজ ও দেশ গড়তে সবাইকে অগ্রনী ভূমিকা নিতে হবে।
যাযাদি/এআর