শ্রীপুরে সিএনজির যাত্রী বাঁচাতে গিয়ে ব্রিজের রেলিংয়ে ঢুকে গেল ট্রাক
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৬
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ-শ্রীপুর পাকা সড়কের খালগোয়ালপাড়া ওয়াপদা জোড়াব্রীজ এলাকায় গত রবিবার বিকেলে একটি বড় ধরণের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানীর কবল থেকে রক্ষা পেয়েছে ১০ যাত্রীসহ অটো-সিএনজি।
যাত্রীসহ অটো-সিএনজিকে বাঁচাতে গিয়ে ২৫-৩০ টন বালু বোঝায় হেভিলোড ট্রাক খালের ব্রীজের রেলি ভেঙ্গে খালে পতিত হওয়ার উপক্রম হয়। দুর্ঘটনার সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবাঁধ ঘাট থেকে ১০ চাকা একটি ড্রাম ট্রাক যার নং- ঝিনাইদহ- ট, ১১-১৯৭৩ ২৫-৩০ টন বালু বোঝায় করে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের খালগোয়ালপাড়া ওয়াপদা খাল ব্রীজের কাছে পৌছালে বিপরীতমুখি একটি দ্রুতগামী যাত্রাবাহী সিএনজি ট্রাকের মুখোমুখি অবস্থানে চলে আসে তখন ট্রাক ড্রাইভার দুর্ঘটনা এড়াতে সিএনজি ও যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখে পার্শ্ববর্তী খালের ব্রীজের রেলিংয়ে ট্রাকটি আঘাত করে রেলিংটি ভেঙ্গে ফেলে। ট্রাকের একটি অংশের ৩টি চাকা ভাঙ্গা রেলিংয়ে ঢুকে গিয়ে খালের উপর ঝুলতে থাকে। দুর্ঘটনার পরপরই পুরো সড়কটি ব্লোকড হয়ে যায়। সড়কের দুইপাশ গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায় এবং শতশত লোক ভীড় জমাতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ ট্রাক থেকে বালু অপসারণ করে সন্ধ্যার দিকে ট্রাকটি উদ্ধার করা করা।
প্রত্যক্ষদর্শী ও গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জু বিশ্বাস জানান, বিকেল সাড়ে তিনটার দিকে খালের ব্রীজের উপর দ্রুতগামী সিএনজি ও যাত্রী বাঁচাতে গিয়ে বালু বোঝায় ট্রাক ব্রীজের রেলিংয়ে আঘাত করে রেলিং ভেঙ্গে গাড়িটি খালে পড়ার উপক্রম হয়ে পড়ে।
ট্রাক চালক লিটন মিয়া বলেন, লাঙ্গলবাঁধ থেকে বালু নিয়ে শ্রীপুর হয়ে হাটফাজিলপুর যাচ্ছিলাম। আমার গাড়ির গতি নিয়ন্ত্রণেই ছিল। গোয়ালপাড়া ডাবল ব্রীজে পৌছালে দ্রুতগামী একটি সিএনজি ট্রাকের মুখোমুখি চলে আসে। সিএনজিতে থাকা ১০ জন মানুষের জীবন বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করি। একপর্যায় ব্রীজের রেলিংয়ে লাগিয়ে দিই।
শ্রীপুর থানার এস,আই মনসুর রহমান বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক থেকে বালু নামিয়ে ট্রাকটি উদ্ধার করে মালিকের প্রতিনিধির কাছে বুঝে দেওয়া হয়। তবে, দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
যাযাদি/এআর