সৈয়দপুরে ৬ জন থাইগেম জুয়াড়ি গ্রেফতার

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ২১:২২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজারের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের কেবিনের ভেতরে বসে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে থাই গেমস দেওয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার সময় ৬ জন থাই গেম জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করে থানায় মামলার পর জেলহাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত হলেন-সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার ফিরোজুল ইসলামের ছেলে মশিউর রহমান (২২), ওবায়দুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫), জাভেদ আলমের ছেলে রেজোয়ান হোসেন (২৫), বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল মাঝাপাড়ার অবিনাশ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (২৪), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ার কাছিম উদ্দিন প্রামানিকে ছেলে মঞ্জুরুল ইসলাম (২৮) এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের বেলাইচন্ডী বানিয়াপাড়ার হাচান আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২৫)। 

রোববার (২৪ নভেম্বর) বিকেলে মোবাইল ফোনে কথা হলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন প্রতিবেদককে জানান, অন-লাইনে জুয়া ও প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে নিরীহ যুবকসহ বিভিন্ন বয়সি লোকজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যহত থাকবে। (ছবি আছে)

যাযাদি/ এম