রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে তাওহীদ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু তাওহীদ ওই এলাকার মো: শরীফ মিয়ার ছেলে। শিশুটির দাদা মর্তুজ আলী জানান, দুপুরে শিশু তাওহীদকে খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন।

কিছুক্ষণ পর তাওহীদকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরে তাওহীদকে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির জানান,

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে