চকরিয়ায় টেলিভিশন ও নগদ টাকা চুরি
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৮
কক্সবাজারের চকরিয়ায় যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজার শো-রুমের গ্রীলের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
আজ ২৪ নভেম্বর রবিবার ভোররাতে চোরের দল ৮টি টেলিভিশন, বিভিন্ন পণ্য ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে যথারীতি শো-রুম বন্ধ করে বাসায় চলে যায় কর্মচারীরা। রবিবার সকাল ৯ টার দিকে শো-রুম খুলতে গেলে গ্রীল আধখোলা অবস্থায় পাওয়া যায়। পরে ভিতরে ঢুকে দেখা যায় ৮টি টেলিভিশন, বিভিন্ন পণ্য ও ক্যাশবাক্সে থাকা নগদ ৮ হাজার ৯ শত টাকা চুরি করে নিয়ে যায়।
চকরিয়া যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজার ম্যানেজার নয়ন দে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজায় চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/এসএস