চিতলমারীতে মহান শিক্ষাগুরু যোগেশ চন্দ্র বিশ্বাসের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৫৩

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাগেরহাটের চিতলমারীতে ভাগবত পাঠ, হরিনাম সংকির্ত্তন, স্মৃতিচারণ,  শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে  খ্যাতনামা মহান শিক্ষাগুরু যোগেশ চন্দ্র বিশ্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার দিনব্যাপী নানা আয়োজনে উপজেলার হিজলা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের বিশ্বাস ভবন প্রাঙ্গনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা এলাকার শিক্ষা ক্ষেত্রে স্বর্গীয় যোগেশ বিশ্বাসের অসামন্য অবদানের কথা তুলে ধরেণ।  এ সময় চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম