রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হাসমত আলী নেতা রাষ্ট্রীয় মর্যাদা দাফন 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৫২
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে রোববার(২৪ নভেম্বর) বিকালে নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এরআগে এদিন দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত হাসমত আলী নেতার মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার দেয়।

মরহুমের জানাজা নামাজে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক মো. শাফী খান সহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রকাশ, স্ট্রোকজনিত রোগে আত্রান্ত হয়ে হাসমত আলী নেতা দীর্ঘ দেড়মাস চিকিৎসাধীন অবস্থায় বোরবার(২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য সহকর্মী, সহযোগী ও গুণগ্রাহী রেখে গেছেন। -স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে