পঞ্চগড়ে ষাটোর্ধ, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৫০
উত্তরের শীতপ্রবন এলাকা পঞ্চগড়ে শুরু হয়ে গেছে শীত মৌসূম। গত কয়েকদিন ধরেই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর শীত শুরুর সাথে সাথে দূর্ভোগ শুরু হয়েছে শীতার্ত মানুষগুলোর। এসব শীতার্ত মানুষের দূর্ভোগ লাগবে সরকারিভাবে শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ।
রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের শতাধিক ষাটোর্ধ, দু:স্থ ও প্রতিবন্ধী শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলতি মৌসূমের শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধানসহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, হিমালয়ের খুব কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড় জেলা অধিক শীতপ্রবন। তাপমাত্রা কমে গিয়ে এখানকার শীতার্ত মানুষগুলো চরম দূর্ভোগে পড়ে। প্রতি বছর শীত মৌসূমে এখানে শীতার্ত দু:স্থ, অসহায়, প্রতিবন্ধীসহ খেটে খাওয়া মানুষগুলোকে সহায়তার জন্য সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। বেরসরকারি ভাবেও এখানে শীতবস্ত্র বিতরণ করা হয়। চলতি মৌসূমেও সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দের শীতবস্ত্র বিতরণ শুরু করা হল। পর্যায়ক্রমে জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে।
যাযাদি/ এম