রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সাভারে হেফাজতে ইসলাম ঢাকা জেলার আমিরের বিরুদ্ধে অপপ্রচার

সাভার প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৪০
ছবি: যায়যায়দিন

সাভারে হেফাজতে ইসলাম ঢাকা জেলার নায়েবে আমির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাভার মডেল থানায় স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতা কর্মীরা।

রবিবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি সাহেদ জহিরী এই স্মারকলিপি সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা আবুবকর সরকার ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন হাফেজ নুর মোহাম্মদ একজন সৎ ব্যাবসায়ী বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার অভিভাবকের দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের সাথে জড়িত।বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে বিভিন্ন মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এই স্মারকলিপি গ্রহণ করে এবং তাদের সাথে এ বিষয়ে মতবিনিময় করে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের কিছু নেতৃবৃন্দ একটু অভিযোগ পত্র দিয়েছে এই অভিযোগ পত্রের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করব তদন্তের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে