রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বন্ধ পাটকল চালুর দাবীতে সরিষাবাড়ীতে শ্রমিকদের মানববন্ধন

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৩২
ছবি: যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া আলহাজ¦ জুট মিলস্ পুনরায় চালু করার দাবীতে মানববন্ধন করেছে আলহাজ¦ জুট মিলস্ এ কর্মরত শ্রমিকরা।

রবিবার(২৪নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ্ব জুট মিল শাখা’র আয়োজনে এ সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের সরিষাবাড়ী-জামালপুর সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বন্ধ হয়ে যাওয়া পাট কলে কর্মরত সকল নারী পুরুষ শ্রমিকরাসহ সরিষাবাড়ীর বন্ধ হওয়া এ আর জুট মিলস্, পপুলার জুট মিলস্ ও মিমকো জুট মিলস্রে সাবেক সিবিএ নেতা ও শ্রমিকরা অংশ নেন।

১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ্ব জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২১ জুলাই মধ্য রাতে প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েন কারখানার শ্রমিকরা।

শ্রমিক নেতা ও শ্রমিকরা তারা তাদের বক্তব্যে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘন করে কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করেছে। মালিকের কাছে শ্রমিকদের বকেয়া পড়ে আছে অনেক টাকা। নতুন কর্মসংস্থান ও বকেয়া না দেওয়ায় একমাত্র মিলের ওপর নির্ভরশীল শ্রমিক-কর্মচারীরা বর্তমানে বেকার হয়ে মানবেদর জীবন-যাপন করছে। বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান। এসময় তারা আরো বলেন দ্রæত শ্রমিকদের বকেয়া পরিশোধ ও মিল চালু করা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন। আলহাজ¦ জুট মিলস্ কারখানা শ্রমিক দলেল সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক আজিম উদ্দিন আহম্মেদ। এসময় বক্তব্য দেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম,সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার,সাংগঠনিক সম্পাদক সাবেক এয়ার মিলসের সিবিএ নেতা নূরুল ইসলাম, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ অন্যারা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে