প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় আটক ১
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হারুন (২৬) নামে এক ব্যবসায়ী তাঁর মামার হাতে খুনের ঘটনায় এক (১) জনকে আটক করা হয়েছে ।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ঘটনার পরপরই হাফসা আক্তার নামের এক (১) জনকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ ।
জানা যায়, সাবেক মেম্বার মোঃ রহিছ উদ্দিনের ছেলে হারুন (২৬) । তাঁর মায়ের নাম কুলসুম বেগম । হারুনের মামাত ভাই আরমান এক রিকশাওয়ালার সাথে হারুনের দোকানের সামনে বাকবিতন্ডায় জড়ালে হারুন গিয়ে বলে যে, আমার দোকানের সামনে থেকে দুর হ । তাছাড়া দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই কলহ বিরাজমান ছিলো । পরে এরই জেরে হারুনের মামা হক মিয়াসহ আরমান, হবি ও কবিররা দলবদ্ধভাবে হারুনের ওপর, হারুনের দোকানে ও বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমন করে । এতে হারুন গুরুতর আহত হোন এবং ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন । তবে ঘটনার প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় নি ।
ময়মনসিংহে নিহত হারুনের সাথে থাকা তার বড় ভাই রুমান মুঠোফোনে বলেন, পথেই আমার ভাই মারা গেছে । অক্সিজেন টানছিলো না । তারপরও ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার বলেন, মারা গেছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই কামাল আহম্মেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, লাশ ময়মনসিংহে মর্গে প্রেরণ করা হয়েছে । এখনো কোন লিখিত অভিযোগ হয় নি । তিনি আরো বলেন, উক্ত ঘটনায় ওয়ান ফিপটি ধারায় একজনকে আটক করা হয়েছে ।
যাযাদি/এসএস