চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মীর মানিক
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
সিরাজগঞ্জের সলঙ্গার চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মীর মানিক।
রবিবার সকাল ৯ টার তার নিজ গ্রাম বাদুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে সলঙ্গা থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল লতিফ সরকার,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতির গোলাম আম্বিয়া সহ সকল রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সহ তার সহকর্মী সাংবাদিক পরিবার ও নিকট আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন। পরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার বিকেলে তার স্ত্রী সাবেক ইউপি সদস্য শাপলা খাতুন কে নিয়ে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে গেলে হাঠাৎ অসুস্থ হয়ে পরে যায় সাংবাদিক মীর মানিক।
এ সময় স্ত্রী শাপলা খাতুন উপস্থিত লোকজনের সহায়তায় হাটিকুমরুল বাজারের নিউ লাইফ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪ টার সময় হাসপাতালের কর্মরত চিকিৎসকগন তাকে মৃত্যু ঘোষণা করে।
সাংবাদিক মীর মানিক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনবানী পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও পাবনা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলা পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. কোরবান আলী সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ, সাংবাদিক মাহবুব, কারিকুল ইসলাম সুমন সহ বিভিন্ন শ্রেনী পেশার সাংবাদিকগন।
সাংবাদিক মীর মানিক সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন বাদুল্লাপুর গ্রামে মৃত মীর মহসিন আলীর ছেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
যাযাদি/এসএস