আড়াইহাজারে বেপরোয়া সিএনজি চালানোর কারণে ঘটছে দূর্ঘটনা, মরছে মানুষ

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৫

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের দ্বারা বে-পরোয়া গতিতে সিএনজি অটোরিকসা  চালানোর কারণে উপজেলার বিভিন্ন সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

শনিবার ( ২৩ নভেম্বর) বিকেলেও যাত্রী কর্তৃক বার বার নিষেধ করা সত্তে¡ও বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকসা চালিয়ে ভুলতা টু বিশনন্দি ফেরিঘাট সড়কের কালিবাড়ি এলাকায়  দুর্ঘটনা থেকে বাঁচাতে সজোরে ব্রেক কষলে সিএনজির রডের সাথে হোঁচট লেগে রুবি বেগম  (৩৫) নামে এক মহিলা যাত্রী মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে নিহত হয়। এর আগেও উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় সিএনজি দুর্ঘটনায় আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ নভেম্বিবর) বি. বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আ. করিমের স্ত্রী রুবি বেগম (৪৫) নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভুলতা থেকে সিএনজি অটোরিকসা করে বিশনন্দী যাচ্ছিল।  সিএনজির চালক হেলাল উদ্দিন শুরুতেই বেপরোয়া গতিতে তার সিএনজি অটোরিকসা চালানোর সময় ওই নারী তাকে বার বার সর্তকতার সহিত আরও কম গতিতে গাড়ী চালানোর জন্য অনুরোধ করেন। কিন্তু চালক তার কথায় কোনো কর্ণপাত না করে গাড়ীর গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজি অটোরিকসাটি পৌঁছালে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এ সময় সিএনজির ভিতরে থেকেই রডের সাথে হোঁচট লেগে রুবি বেগমের মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাকে  উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রুবি বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানায়, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে ও নরসিংদী- মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী প্রায় সকল সিএনজি চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নাই। বেপোরেয়া গতিতে সিএনজি চালিয়ে প্রতিনিয়ত যাত্রীদের জানমালের ক্ষতিসাধন করছেন তারা। কম গতিতে কিংবা ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলে চালকেরা যাত্রীদেরকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করতেও দ্বিধা করেনা।

উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোন পদক্ষেপ না নেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের অফিসে গিয়ে তিনি অফিসিয়াল কাজে অফিসের বাইরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।


যাযাদি/এসএস