রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিলেট সীমান্তে চোরাই পণ্যসহ ২ জনকে আটক করলো বিজিবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৬:২৫
ছবি : যায়যায়দিন

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ দুইজন-কে আটক করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।

বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপি'র সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৫০০ কেজি ভারতীয় নিম্নমানের চিটা গুড়, ৬২৫০ কেজি ভারতীয় নিম্নমানের মিছরী গুড়া, ২৮০০ কেজি ভারতীয় চিনি, ৪২,০০০ পিস পাতার বিড়ি ও ২টি মাঝারি টাটা ট্রাক আটক করতে সক্ষম হয়। এছাড়া অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) এবং কিশোরগঞ্জ জেলার সজল দাস (২৯)-কে আটক করতে সক্ষম হয়।

এসময় আটককৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ভারতীয় ৬৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে রবিবার (২৪ নভেম্বর) আটককৃত বাংলাদেশী নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৬২ লক্ষ ৬৫ হাজার ৩৭৬ টাকা।

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে