পলাতক শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: শাহজাহান 

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৫:১৪

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের  সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিনা ভোটে দীর্ঘ ১৬ বছর রাষ্ট্র ক্ষমতা দখল করে শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে  ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।  ট্রাইবুনাল  গঠনের মাধ্যমে  বিচারের নামে প্রহসন মূলক নিরাপরাধ আলেম-ওলামাদেরকে ফাঁসি দিয়েছে। আজ সেই ট্রাইবুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের  দোসরদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

গত শনিবার  (২৩ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার কোট বাজার স্টেশনে হলদিয়া পালং দক্ষিণ  বিএনপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হলদিয়া পালং দক্ষিণ  ইউনিয়ন  শাখা বিএমপি আয়োজিত সমাবেশে জাতীয় সংসদের  সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার  রাষ্ট্র ব্যবস্থাকে  ধ্বংস করে দিয়েছে। ব্যাংকের টাকা লুটপাট, বিদেশে অর্থপাচার, মানি লন্ডারিং, শেয়ার বাজার দখল,মেগা প্রকল্প নামে কোটি কোটি টাকা দুর্নীতির ইতিহাস সৃষ্টি করেছে। দেশের মানুষ  দুর্নীতি ও গণহত্যার দৃষ্টান্তমূলক  মূলক বিচার দেখতে চাই।

হলদিয়া পালং দক্ষিণ  ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাহমুদের  সভাপতিত্বে  অনুষ্ঠিত  সমাবেশে সাবেক সাংসদ শাহাজান চৌধুরী  বলেন,জুলাই আগস্ট মাসে ছাত্র-জনতার রক্তস্নাত  গণঅভ্যুত্থানে  স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন  করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন।  ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান  অন্তবর্তী কালীন সরকার নির্বাচন কমিশন  গঠনের  মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে। এখন সর্বত্র নির্বাচনী ঢেউ শুরু হয়েছে।  শাহজাহান চৌধুরী বলেন,  ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারত বসে অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন উখিয়া  উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী  বিশেষ অতিথি উখিয়া  উপজেলা বিএনপির   সাধারণ  সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান   সুলতান মাহমুদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  সহ সভাপতি দলিলুর রহমান শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, জিএম ইদ্রিস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ, ইউনিয়ন সাধারণ সম্পাদক শামশুল আলম মেম্বার,  উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার, সদস্য সচিব খাইরুল আমিন, হলদিয়া পালং বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক মোঃ জাহাঙ্গীর আলম মোহাম্মদ হোসেন, নুরুল আমিন সিকদার, ছাত্রদল নেতা মোরশেদুল হক ভুট্টু, আলী হোসেন সুমন, রাসেল মাহমুদ,সোহেল,  হেলাল উদ্দিন সিকদার, রফিক মাহমুদ, মোঃ ইদ্রিস প্রমুখ।

যাযাদি/এআর