মাদারীপুর আদালতে শুনানি শেষে
হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ-উল-হাসান চৌধুরীর ২য় আদালতে শুনানির জন্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজহান খান ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়।
রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদারীপুর জেলা কারাগার থেকে তাদের কঠোর নিরাপত্তায় মাদারীপুর আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে তাদের পুণরায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মো. সাজিদ-উল-হাসান চৌধুরীর আদালত সূত্রে জানা যায়, মাদারীপুর সদরের তাওহিদ ও দিপ্ত দে দুটি হত্যা মামলার আসামী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজহান খান ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপকে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ-উল-হাসান চৌধুরীর ২য় আদালতে শুনানি শেষে জেলা কারাগারে প্রেরণ করেন। এবং আদালতের শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে পাঠানোর সময় শাজাহান খানের নামে বিভিন্ন শ্লোগান দেন এবং মুক্তি চেয়ে শ্লোগান দেন। দুটি মামলার জিআর নং ৪৮১, ৪৬০।
জেলা আইনজীবি সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন আরমিন বলেন, দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে আদালতে আনা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
যাযাদি/এআর