২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৪:১০

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই -আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (২৩ নভেম্বর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় কথা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত, আহত পরিবারদের সদস্য, নিহতদের পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিগণ ।

এর আগে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ প্রেরিত আহত ১৬ জনের তালিকা থেকে ১২ জনের ও তালিকার নিহত ৩ জনের মধ্যে ৩ জনেরই নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয় । তাছাড়া আহত বাকী ৪জনের নামও যাচাই-বাছাইয়ের জন্যে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয় । 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মোঃ নাঈম হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সোহাগ হাসান, ফুয়াদ হাসান, মোবারক হোসেন, আপন, প্লাবন, মেসি, আন্দোলনে আহত, আহত পরিবারের সদস্য, নিহত পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ ।

সবশেষে উপজেলা মাসজিদের পেশ ইমামের পরিচালনায় আহত, নিহত ও বর্তমান বাংলাদেশের সার্বিক কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয় ।

যাযাদি/এআর